Logo
Logo
×

সংবাদ

সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

ওয়াকার-উজ-জামান বলেন, অন্য যেসব ধর্ম আছে, সব ধর্ম, জাতি ও গোষ্ঠী সবাই মিলে সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এখানে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে, দেশ ও জাতির উন্নতি করতে চাই।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, যখন আজান হচ্ছিল, তখন তারাই বললেন যে কিছুক্ষণ পরে শুরু করি, আজানটা শেষ হয়ে যাক। এই যে ধর্মীয় বোঝাপড়া (আন্ডারস্ট্যান্ডিং), ধর্মীয় সম্প্রীতি, মমত্ববোধ দেখিয়েছেন, এটা অতুলনীয়।

তিনি প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করার আহ্বান জানান। এজন্য যা সহায়তা দরকার তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চল দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার তা প্রদান করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন