Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানদের সাক্ষাৎ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানদের সাক্ষাৎ

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন।কমিশন জানিয়েছে, জনতার ভিড় নিয়ন্ত্রণে বল প্রয়োগের পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। তারা ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারা পরিবর্তন করা যায় কি না তা খতিয়ে দেখছে। ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে ১০টি সভা এবং অন্যান্যদের সঙ্গে আরও ৪টি বৈঠক করেছে। 

তারা আরও জানিয়েছে, জনগণের মতামত নেওয়ার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। কিছু আইন ও বিধি সংশোধনের প্রস্তাব পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া কিছু প্রক্রিয়া সহজ করার জন্য যথাযথ প্রস্তাব দেওয়া হচ্ছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন কমিশনের প্রধান।জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে ইতোমধ্যে সবার মতামত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায় পরিদর্শন করেছেন এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।

কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, জনপ্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া চলছে। তারা আশা প্রকাশ করেন, জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন