Logo
Logo
×

সংবাদ

অফিস খুলল চার দিন পর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম

অফিস খুলল চার দিন পর

সরকারি অফিস-আদালত, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানে চার দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। দুর্গাপূজার একদিনের বর্ধিত এবং সাপ্তাহিক ছুটির দুটি নিয়মিত দিন যোগ হওয়ায় মানুষ একসঙ্গে ৪ দিন ছুটি পেয়েছে।

সাধারণত বিজয়া দশমীতে একদিনই সরকারি ছুটি থাকে। তবে এ বছর অন্তর্বর্তীকালীন সরকার সপ্তমীর দিন (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করে কর্মচারীদের শুক্র ও শনিবারসহ ৪ দিনের ছুটি দেয়।

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন পর্যন্ত ছুটি থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন