৬ মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

সাবেক মন্ত্রী সাবের হোসেন
আদালত সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৬ মামলায় জামিন দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত তাকে জামিন দেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটি তিনি মুক্তি পেয়ে একটি পাজেরো গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন।
এর আগে পল্টন থানার দুই মামলায় এবং খিলগাঁও থানায় দায়ের করা চার মামলায় সাবের হোসেন চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। সন্ধ্যার আগে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় জামিন দেন।