Logo
Logo
×

সংবাদ

কোস্টগার্ডের নতুন প্রধান জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

কোস্টগার্ডের নতুন প্রধান জিয়াউল হক

রিয়ার এডমিরাল জিয়াউল হক ও রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। ছবি: সংগৃহীত

রিয়ার এডমিরাল এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে।  আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশকর্মে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রিয়ার এডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

অপরদিকে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন