Logo
Logo
×

সংবাদ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর লাশ রেখে গেল দৃষ্টিপ্রতিবন্ধি মায়ের সামনে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর লাশ রেখে গেল দৃষ্টিপ্রতিবন্ধি মায়ের সামনে

দিনাজপুরে এক যুবককে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার সাহেবগঞ্জ হাট এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত তহিদুর রহমান বাংরু  ওই এলাকার জঙ্গলবারপাড়ার মৃত মেহেরাব আলীর ছেলে।

কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, স্থানীয় পাঁচ-ছয়জন লোক জাল চুরির অভিযোগ তুলে তহিদুরকে আটক করে। পরে তাকে স্থানীয় রেললাইনের পাশে নিয়ে রশি দিয়ে বেঁধে লাঠি মারপিট করে।
তহিদুর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে বাড়িতে রেখে আসে। কিন্তু তহিদুরের মা দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তিনি কিছু বুঝতে পারেননি।
সন্ধ্যার দিকে ছেলের  সাড়াশব্দ না পেয়ে মা চিৎকার করেন। তখন প্রতিবেশীরা গিয়ে তহিদুরকে মৃত দেখতে পান।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি ফরিদ। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সারাদেশের মানুষ সরব হলেও প্রায়ই ঘটছে এমন ঘটনা। সম্প্রতি পুলিশ কঠোর বার্তা দিলেও থেমে নেই এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন