Logo
Logo
×

সংবাদ

টানা বৃষ্টি হলেও ঢাকার বাতাসের মান বাড়েনি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

টানা বৃষ্টি হলেও ঢাকার বাতাসের মান বাড়েনি

বৃষ্টি ধুলোবালি ধুয়ে নিয়ে যায়। বাতাসে জমে থাকা সিসাও ধুয়ে যায়। কিন্তু অতিরিক্ত ধোঁয়া যা থেকে আসে সিসা তার পরিমাণ বেশি হলে বৃষ্টিতেও আর কাজ হয় না।

শনিবার সকালেও ঢাকার বাতাসের মান 'মাঝারি' পর্যায়ে রয়েছে। সকাল ৯টা ৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা  ৪৭তম অবস্থানে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, চীনের চেংদু ও উগান্ডার কাম্পালা যথাক্রমে ১৭৭, ১৭২ ও ১৬৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

গ্রহণযোগ্য বায়ুর মান ৫০ থেকে ১০০ এর মধ্যে একিউআই 'মাঝারি' হিসাবে ধরা হয়। তবে বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল খুব অল্প সংখ্যক লোকের জন্য স্বাস্থ্য উদ্বেগ হতে পারে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং বর্ষাকালে  উন্নত হয়।

বায়ু দূষণ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লুএইচও) এর মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। সূত্র: ইউএনবি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন