Logo
Logo
×

সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ নয়ন মিয়া (২৫) ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে  (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নয়নের শ্বশুর মোহাম্মদ এরশাদ আলী জানান, নয়ন আমার মেয়ের জামাই। সে মোটরবাইক গ্যারেজের মিস্ত্রি হিসেবে কাজ করতো। সে গত ৪ আগস্ট বেলা আড়াইটার দিকে কাঁঠাল বাগান এলাকায় একটি মোটরবাইকের গ্যারেজে কাজ করার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দেন। 

তিনি আরও বলেন, নয়নের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষিণ গোব্দা এলাকায় তার পিতা লোকমান হোসেন। বর্তমানে কাঁঠাল বাগান এলাকায় থাকতো। এক মেয়ের জনক ছিল নয়ন ও তিন ভাই দুই বোন সে ছিল দ্বিতীয় তার  স্ত্রী রিপা আক্তার। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন