ঢাবির সব আবাসিক হলে বিভিন্ন সংস্কারের উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৯ আগস্ট) অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই সভা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো হাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সকল আবাসিক হলের গণরুম বিলুপ্ত করা হবে এবং সকল হলের গেমস রুম সহশিক্ষামূলক কাজের উপযোগী করে গড়ে তোলা হবে।
তাছাড়া আগামী ২২ সেপ্টেম্বর ক্লাস শুরুর বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে সকল প্রভোস্টকে।