যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে সেটা বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
আজ রবিবার ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়, যে স্বপ্নের জন্য তারা (শিক্ষার্থীরা) প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করবোই। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই।’
আজ রবিবার ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এই মতবিনিময় সভা শুরু হয়।
তিনি বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি। এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে- কি মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শুরুতেই যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে, তারা চলে গেছে। তোমাদের দিকে (শিক্ষার্থীরা) তাকাচ্ছিলাম আর ভাবছিলাম তোমরা শহীদ হয়ে যেতে পারতে। শুধু ভাগ্যের খেলা তোমরা এদিকে রয়ে গেছো, তারা ওদিকে রয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারতো। কিন্তু এ সুযোগ তাদের দেওয়া হয়নি। আমরা এপার ও তারা ওপারের মানুষ হয়ে গেছি।’
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, যখন হাসপাতালে যাই দেখার জন্য তখন তাদের দেখে কষ্ট হয়। এই রকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এইরকমভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা জীবনের বিনিময়ে আমাদের এখানে বসার সুযোগ দিয়েছেন তাছাড়া আজ আমরা এখানে বসতে পারতাম না, আমরা যারা সরকারে মধ্যে বসেছি।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, গতকাল একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য। কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে। মাথার অর্ধেক নেই। গুলি মাথার ভেতরে রয়ে গেছে।