Logo
Logo
×

সংবাদ

হামলার প্রতিবাদে কাল সংবাদ সম্মেলন করবে সেক্স ওয়ার্কারস নেটওয়ার্ক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

হামলার প্রতিবাদে কাল সংবাদ সম্মেলন করবে সেক্স ওয়ার্কারস নেটওয়ার্ক

প্রতীকী

একদল যুবক গত ২৯ আগস্ট রাজধানী ঢাকার শ্যামলীতে যৌনকর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে সেটি দেখে এক যৌনকর্মীর সন্তান আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার পর যৌনকর্মীদের ওপর এমন নির্যাতন ও তাদের নগদ অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সেক্স ওয়ার্কারস নেটওয়ার্ক। 

আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে তারা। 

আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যুবক যৌনকর্মীদের বেধড়ক পেটাচ্ছে। শুধু লাঠিপেটা নয় এই ভাসমান যৌনকর্মীদের সাথে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়েও নিয়েছে তারা। ঢাকার যাত্রাবাড়ী, হাই কোর্ট এলাকায়, শহীদ মিনার, মিরপুর, ফার্মগেট, আসাদগেট, উত্তরা, কুড়িল ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিদিন যৌনকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। অনেকেই শারীরিকভাবে অসুস্থ ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন