Logo
Logo
×

সংবাদ

‘আত্মগোপনে’ খতিব, বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি ওয়ালিয়ুর

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম

‘আত্মগোপনে’ খতিব, বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি ওয়ালিয়ুর

হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান আজহারী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর আত্মগোপনে চলে যান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি। এ কারণে হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান আজহারী গত দুই জুমায় খতিবের দায়িত্ব পালন করেছেন। এবার তাকে বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার তিনি জুমার নামাজ পড়াবেন।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, বায়তুল মোকাররমের খতিব ৫ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না। তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি। তিনি ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর-৬ মাদ্রাসার অধ্যক্ষ এবং জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন