Logo
Logo
×

সংবাদ

সংঘর্ষে জড়ানো আনসারদের বিরুদ্ধে তিনটি মামলা, আদালতে নেওয়া হয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম

সংঘর্ষে জড়ানো আনসারদের বিরুদ্ধে তিনটি মামলা, আদালতে নেওয়া হয়েছে

শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় করা ৩ মামলায় গ্রেপ্তার ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার শাহবাগ, রমনা ও পল্টন থানায় করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে হাজির করা হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা সূত্রে জানা গেছে, তাঁদের হাজতখানায় রাখা হয়েছে। বিকেলে শুনানি হবে। হাজতখানায় কর্মরত একজন পুলিশ সদস্য জানান, গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে। তিন মামলার প্রত্যেকটিতেই সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা, ছাত্র–জনতাকে মারধর ও হত্যাচেষ্টা অভিযোগ আনা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন