Logo
Logo
×

সংবাদ

কাল ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৮:২৪ পিএম

কাল ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী হত্যার বিষয়ে তদন্তের জন্য আগামীকাল বৃহস্প‌তিবার (২২ আগস্ট) বাংলাদেশে আসছে জাতিসংঘ কারিগরি সহযোগি দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।

আজ বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিকদের এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ।

পররাষ্ট্রস‌চিব বলেন, জা‌তিসং‌ঘের প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকায় আসবেন। তারা ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সং‌শ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকা‌রের কয়েকজন উপ‌দেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

 গত ১৫ আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

সে‌দিন জাতিসংঘের সমন্বয়ক জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে।

অন্যদি‌কে, পররাষ্ট্র উপ‌দেষ্টা জানান, নির‌পেক্ষ ও স্বচ্ছ তদ‌ন্তের স্বা‌র্থে জাতিসংঘের প্রতি‌নি‌ধি দল‌কে সব ধর‌নের সহায়তা কর‌তে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন