দলীয় নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দলীয় নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলাসহ বেশ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বন্যার্তদের জীবন, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি সরকারকে অনুরোধ করছি।