প্রথমে চাকরিচ্যুত এবং পরে গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অন্যতম সহযোগী নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরের এক চিঠিতে তাকে বিএনএস হাজী মহসিনে সংযুক্ত করা হয়।
সোহায়েল দীর্ঘ বছর র্যাবের মুখপাত্র হিসেবে ছিলেন। সে সময়ে তিনি এবং জিয়াউল আহসানের সমন্বয়ে বহু সংখ্যক ক্রসফায়ার ও গুমের ঘটনা ঘটে।
সোহায়েল পরবর্তীতে ডিজিএফআইয়ে যোগদান করেন। সেখান থেকে সাংবাদিকদেরকে হুমকি ধামকি ও জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘসময় আটকে রাখতেন।
দীর্ঘদিন তিনি নৌ সদর দপ্তরে গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম নৌবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা কালীন সময় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি সতর্ক অবস্থানে আশ্রয় নেন।
আন্তরিক বাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সোহায়েলের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে নিরাপত্তা সূত্রগুলো বাংলা আউটলুককে নিশ্চিত করেছে তার বাধ্যতামূলক অবসরের ঘটনা।