Logo
Logo
×

সংবাদ

বসুন্ধরা গ্রুপের প্রশাসন থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম

বসুন্ধরা গ্রুপের প্রশাসন থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ

বসুন্ধরা সিটি মার্কেটের দোকান মালিক-কর্মচারীর বসুন্ধরা গ্রুপের প্রশাসন থেকে মুক্তি পাওয়ার দাবিতে বিক্ষোভ করছে। আজ সোমবার সকাল ১টায় শুরু হয় এই বিক্ষোভ। ব্যবসায়ীরা জানান, এই মার্কেটে ব্যবসায়ীদের নির্ধারিত ভাড়ার ১০ গুণ বেশি দোকান ভাড়া আদায় করত বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা সিটির সামনের রাস্তা অবরোধ করেন আজ সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা। বেলা ৩টা পর্যন্ত বিক্ষোভ চলছিল। এ সময় তারা কাওরান বাজার মোড় ও পান্থপথ মোড় থেকে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে। এতে যানজট সৃষ্টি হয়।

এ সময় ব্যবসায়ীরা মার্কেটের ইনচার্জের পদত্যাগের দাবি জানান। এছাড়া দোকান ভাড়া কমানোর দাবি জানানো হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন