ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কলেজছাত্র ইমন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৭টার দিকে শহীদ হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক ছিলেন মেধাবী কলেজ ছাত্র ইমন।
গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।
বাবাহারা ইমন টিউশনি করে পরিবার চালাতেন। চার ভাইবোনের মধ্যে ইমন বড় ছিলেন। তাকে হারিয়ে পরিবারটি আরও অসহায় হয়ে পড়ল।