Logo
Logo
×

সংবাদ

সেনানিবাসে আশ্রয় নেন ৬২৬ জন, এখনও আছেন ৭ জন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১১:৪৬ এএম

সেনানিবাসে আশ্রয় নেন ৬২৬ জন, এখনও আছেন ৭ জন

ফাইল ফটো

গত ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর অনেকেই প্রাণ বাঁচাতে আশ্রয় নেন সেনানিবাসে। এমন মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে। আজ রবিবার (১৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন। তবে অভিযোগ থাকায় ৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছে সেনা কর্তপক্ষ এবং এখনও সেনানিবাসে রয়েছেন সাতজন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের ২৪ জন রাজনীতিক। ৫ জন বিচারক। ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা। ২৮ জন পুলিশ কর্মকর্তা। ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। ৫১ জন নারী ও শিশু।

এখনও যে সাতজন রয়েছেন তারা তিন পরিবারের সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনের শাসন ঠিক রাখার লক্ষ্যে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পালা বদল হয় ক্ষমতার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন