Logo
Logo
×

সংবাদ

পুলিশ হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম

পুলিশ হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন

সাবেক আওয়ামী লীগ সরকারের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে নিয়ে গেছে পুলিশ। পুলিশ একে আটক না বলে বলছে হেফাজতে নেওয়ার কথা।

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি৷

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশের হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। আমি যত দূর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে৷ আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র। এর থেকে বেশি কিছু আমি জানি না।’

রমেশের স্ত্রী অঞ্জলী সেন বলেছেন, “রাত ১০টার দিকে সাদা পোশাকধারী একদল লোক বাড়িতে আসে। তাদের সঙ্গে রুহিয়া থানার ওসিও ছিল। তারা বলে, আমার স্বামীর ভালোর জন্য তারা তাকে নিয়ে যাবে এবং আধা ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে। তাদের অনেক অনুরোধ করি, আমার স্বামী অসুস্থ, তাকে নিয়ে যায়েন না। তারা আমার কথা শোনেনি। আমার স্বামীকে গাড়িতে করে নিয়ে গেছে। কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কিছু বলেনি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন