পূর্ণমাত্রায় চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ আবার পূর্ণমাত্রায় চালু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।
বর্তমানে ৯৯৯ হেল্পলাইনে ১০০টি ওয়ার্ক স্টেশন রয়েছে এবং একবারে ১২০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশে ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন গত ৬ অগাস্ট থেকে দেশের থানাগুলোতে পুলিশ না থাকায় এ সেবাটি অকার্যকর হয়ে পড়েছিল।