Logo
Logo
×

সংবাদ

কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

Icon

ইউএনবি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম

কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

প্রায় এক সপ্তাহ কর্মবিরতির পর আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা।

গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

ট্রাফিক পুলিশের সদস্যরা আজ তাদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন।

আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি, শাহবাগ, ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ান বাজার, শান্তিনগর ও মালিবাগ মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আনিসুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা নগরবাসীর জন্য স্বস্তির। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা। তবে এটি বেশিদিন চলতে পারে না। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদেরও সহায়তা করতে দেখা গেছে।

ছাত্র অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা।

রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন।

তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে যারা কাজে ফিরবেন না তারা কাজে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টা থেকে সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এর মধ্যে মহানগর শহরে ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানা সচল রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন