ডিজিএফআই প্রধানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদে পরিবর্তন
ডিজিএফআই প্রধানসহ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে নিয়োগে আবারো পরিবর্তন আনা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে। আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
মেজর জেনারেল মো. ফয়জুর রহমান
বর্তমান মহাপরিচালক হামিদুল হককে এখনো কোন নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপি'র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে