Logo
Logo
×

সংবাদ

নুরুন নাহার বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:৫৭ এএম

নুরুন নাহার বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নুরুন নাহার।

দৈনন্দিন কার্যক্রম দেখাশোনার জন্য অর্থ মন্ত্রণালয় রবিবার (১১ আগস্ট) তাকে দায়িত্ব দেওয়ার পর কিছু অপারেশনাল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চার ডেপুটি গভর্নর এবং প্রধানও বাংলাদেশ ব্যাংকে ফিরেছেন।

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে বলা হয়, নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত নুরুন নাহার গভর্নরের দৈনন্দিন কার্যক্রম দেখাশোনা করবেন।

আদেশে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের আগ পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।

শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর বুধবার বিক্ষোভের মুখে চারজন ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান নিজেদের অফিস ছেড়ে চলে যান।

তারা হলেন- কাজী সায়েদুর রহমান, নুরুন নাহার, খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। এর মধ্যে বিক্ষুব্ধ কর্মীদের চাপে কাজী সায়েদুর রহমান সাদা কাগজে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। বিএফআইইউ প্রধান ডেপুটি গভর্নর পদমর্যাদার মাসুদ বিশ্বাসও চাপের মুখে অফিস ত্যাগ করেন। সূত্র: ইউএনবি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন