ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭ হলের প্রভোস্টও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।