বীর শহীদদের শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা
মুষলধারে বৃষ্টির মধ্যে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৩ মিনিটে মুষলধারে বৃষ্টির মধ্যেই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন অন্যান্য উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের চারদিন পর দায়িত্ব গ্রহণ করেন তিনি। সূত্র : ইউএনবি