Logo
Logo
×

সংবাদ

মেয়ে কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন না

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:০৪ এএম

মেয়ে কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন না

মাস দুই আগে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে। ছবি: সায়মার এক্স থেকে

শেখ হাসিনা দিল্লিতে। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও দিল্লিতে। তবু তাদের মধ্যে দেখা হয়নি।

এরই মধ্যে পুতুল এক্সে একটি পোস্ট দেন যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পোস্ট দেখে বোঝা গেছে, বাংলাদেশের রাজনীতি নাটকীয় মোড় নেওয়ার পর এখনও মা-মেয়ের দেখা হয়নি।

এক্সের টুইটে সায়মা লিখেছেন, ‘এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না। তাকে জড়িয়ে ধরতে পারছি না। আমার হৃদয় ভেঙে যাচ্ছে।‘ 

তবে কেন তাদের দেখা হয়নি তা জানা যায়নি।

গত ৫ অক্টোবর ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতন হলে  শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এখনও দিল্লিতে রয়েছেন।

সায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক।

ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘সায়মা ওয়াজেদ যেহেতু হুর আঞ্চলিক পরিচালক হিসেবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার একজন কর্মকর্তা, সে কারণেই হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়ে ওঠেনি।’

তিনি বলেন, ‘উনি শেখ হাসিনার মেয়ে তো বটেই, কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবের সায়মা ওয়াজেদের আরও একটা পরিচয়ও আছে, আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে।’


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন