অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসকে মোদির শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:১০ পিএম
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার রাতে এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে মোদি ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান।
পোস্টে মোদি আশা প্রকাশ করেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। হিন্দুসহ সংখ্যালঘু সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের মাধ্যমে দুই দেশের জনগণের সম্মিলিত প্রত্যাশা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তাঁর দেশ অঙ্গীকারবদ্ধ।