অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এখন ১৬ উপদেষ্টা একে একে শপথ নেবেন।
বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এছাড়া মোজাহিদুল ইসলাম সেলিম, বঙ্গবীর কাদের সিদ্দিকীও রয়েছেন সেখানে। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থি পেশাজীবী কোনো নেতাকে। তবে বিএনপিপন্থি পেশাজীবী অনেক নেতা উপস্থিত আছেন। আছেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা, বিদায়ী সরকারের সচিবেরা।