ইমিগ্রেশন পুলিশের দেড় ঘণ্টা কর্মবিরতি, বাধাগ্রস্ত বিমান যাত্রা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত ইমিগ্রেশন পুলিশের দেড় ঘন্টার বেশি কর্মবিরতিতে বৃহস্পতিবার সকালে যাত্রী সেবা ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করেই ইমিগ্রেশনে পুলিশ কর্মকর্তারা কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা বলেন, সকালে কিছুটা কর্মবিরতি থাকলেও পারে কাজ শুরু করেছেন।
এদিকে এয়ারলাইন্সে কাজ করা অনেক সদস্য বলেছেন, তারা চাইছেন ড. ইউনূসের দেশে আসার আগে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে৷