Logo
Logo
×

সংবাদ

ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করার আহ্বান নাহিদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করার আহ্বান নাহিদের

নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আজ সোমবার গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তারা এই আহ্বান জানান।

তারা বলেন, ছাত্রজনতাকে আমরা অনুরোধ করছি, সকল বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকদের পক্ষ থেকে যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করে। সেটি এই মুহূর্ত থেকেই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন