সারাদেশে হামলা-সহিংসতায় নিহত ২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৪:১৫ পিএম
-66af54bd824a1.jpg)
আরো পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়েছে। আজ রবিবার বেলা ৩টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এরমধ্যে ফেনীতেই পাঁচজন মারা গেছেন। কিশোরগঞ্জ, মাগুরা ও ফেনীতে তিনজন করে নিহত হয়েছেন। মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর ও পাবনায় দুজন করে প্রাণ হারিয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, কুমিল্লার দেবিদ্বার, জয়পুরহাট ও বরিশালে নিহত হয়েছেন একজন করে। পাবনা ও বগুড়ায় গুলিতে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।