আন্দোলনকারীদের দেখে পুলিশ ঢুকল শাহবাগ থানায়, জাদুঘরে বিজিবি
ছবি: সংগৃহীত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার শাহবাগ থানার সামনে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ উত্তেজনা দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। তখন তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ‘ভুয়া’ ‘ভুয়া’, ‘খুনি’ ‘খুনি’ বলে স্লোগান দেন।
এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানবঢাল তৈরি করে, যাতে কেউ থানায় হামলা না করতে পারেন।
আরও জানা যায়, আন্দোলনকারীরা থানার সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন।
পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজিবির সদস্যরা জাতীয় জাদুঘরের ভেতরে চলে যান।