Logo
Logo
×

সংবাদ

আজ থেকে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে: সমন্বয়ক আসিফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

আজ থেকে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে: সমন্বয়ক আসিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ আসিফ মাহমুদ।

আজ এবং এখন থেকে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ আসিফ মাহমুদ। আজ শনিবার বেলা ৩টার দিকে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, দেশ সবচেয়ে নিরাপদ দেশের জনগণের হাতেই। জনগণ রাজপথের দখল নিয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, জরুরি অবস্থার নামে দমন-পীড়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজ এবং এখন থেকে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে। সেনাবাহিনী সহ সকল বাহিনীর প্রতি আহ্বান থাকবে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ক্যান্টনমেন্ট, ব্যারাক থেকে বের হতে পারেন বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নয়। 

তিনি আরও বলেন, এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতের শপথ নিয়ে যে দায়িত্ব নিয়েছেন তা সঠিকভাবে পালন করুন। মনে রাখবেন, আপনারা কোনো খুনি রাজনৈতিক দলের নিরাপত্তার জন্য নয় বরং দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে আছেন। শান্তিপূর্ণ ভাবে ছাত্র-নাগরিকের অভ্যুত্থান সফলে আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকের বিক্ষোভ মিছিল ও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন সফল করুন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন