বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিক্ষোভ মিছিল ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের দুই সমন্বয়ক রিফাত রাশেদ ও মাহিন তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তারা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সারাদেশে ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে শনিবার (২ আগস্ট) সারা দেশে প্রতিবাদ মিছিল এবং রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের 'সম্পূর্ণ অসহযোগ' আন্দোলনের ডাক দিয়েছেন।
কর্মসূচি সফল করতে দেশের অলিতে-গলিতে, পাড়া-মহল্লায় বেরিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।