Logo
Logo
×

সংবাদ

মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম

ফের মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ও রাশিয়া ভিত্তিক ম্যাসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামের ক্যাশ বন্ধ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর সব মাধ্যমগুলো খুলে দেওয়া হয়। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন