Logo
Logo
×

সংবাদ

মোহাম্মদপুরে সড়কের পাশে বসে লুডু খেলছিলেন আ.লীগ নেতা, কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১১:২০ এএম

মোহাম্মদপুরে সড়কের পাশে বসে লুডু খেলছিলেন আ.লীগ নেতা, কুপিয়ে হত্যা

কামাল হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে কামাল হোসেন (৩৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান সংবাদমাধ্যমকে জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন