Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভে টিয়ারশেল নিক্ষেপ, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৬:৪৫ পিএম

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভে টিয়ারশেল নিক্ষেপ, সংঘর্ষ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাতজনকে আটক করা হয়। 

জানা গেছে, আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর আবার কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে তিনজনকে আটক করা হয়।

শিক্ষার্থীরা এরপর জামালখান থেকে কয়েকশ গজ দূরে চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখানে অনেক নারী শিক্ষার্থীদের দেখা যায়।

 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন