ডিবি অফিসে কিসের নিরাপত্তা: প্রশ্ন নাহিদের মায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০১:১৩ এএম
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের মা মমতাজ নাহার বলেছেন, ‘আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সে কি আদৌ ডিবি অফিসে আছে, সেটাও নিশ্চিত হতে পারছি না। আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এবারো মারধর-নির্যাতন করা হচ্ছে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত। গতকাল রবিবার নাহিদের সঙ্গে দেখা করতে ডিবি অফিসে গিয়েও ঢুকতে না পেরে রাস্তার পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন মমতাজ নাহার।
মমতাজ নাহার বলেন, ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে। সন্তান তো মা-বাবার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। ডিবি অফিসে কিসের নিরাপত্তা?’
তিনি আর বলেন, নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও আমাদেরকে ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। আমরা খুব চিন্তাই আছি। যদি তাদের নিরাপত্তা দেয়ার জন্য হেফাজতে নেয়ার প্রয়োজন ছিল, তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারতো। নাহিদকে হেফাজতে নেয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। এ সময় ডিবি হেফাজতে নির্যাতন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি।