বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে গৃহবন্দী করে রাখার অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ককে গৃহবন্দী করে রাখার অভিযোগ পাওয়া গেছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শুক্রবার ভোরের দিকে এক বার্তায় এ অভিযোগ করেন।
তিনি জানান, তাকে এবং নাহিদ ইসলাম ও আবু বাকেরকে গোয়েন্দা পুলিশ গৃহবন্দী করেছে।
আসিফ বলেন, 'গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে, নাহিদ ভাই আর বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ। ওয়ার্ডের সামনে, হাসপাতালে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে। হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে। আমাদের সবধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।'
এ ব্যাপারে পুলিশ বা ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।