ঢাবি শিক্ষার্থীদের পাল্টা ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম
-66978e9a24b0a.jpg)
বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধে ঘোষণার পর পাল্টা ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাডে দেওয়া ৫ দফার ওই ঘোষণাটি দেওয়া হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস, ভিসির কার্যালয়, সিনেট, আবাসিক শিক্ষকদের বাংলোসহ সকল অফিসিয়াল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আজ (বুধবার) বিকেল ৪টার মধ্যে ভিসির বাংলোসহ সকল আবাসিক শিক্ষকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট আবাসন ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
আরও বলা হয়, ক্যাম্পাস থেকে বর্তমানে অবস্থান নেওয়া সকল রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। শিক্ষকদের নোংরা রাজনীতি (সাদা দল, নীল দল, কালা দল ইত্যাদি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হলো। তৃতীয় শ্রেণি/চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হলো।