সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে ফিরল বিজিবির গাড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৭:৫১ পিএম
রাজধানীর শহীদ মিনারে এলাকা দখলে নিয়েছেন কোটা আন্দোলনকারীরা। তারা সেখানে অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন জগনাথ হল মোড়ে বিজিবির ৬টি গাড়ি আসলে বাধা দেয় কোটা আন্দোলনকারীরা। পরে তাদের প্রতিরোধের মুখে পড়ে ফেরত যায় বিজিবির গাড়িগুলো।