রাজধানীর সাইন্সল্যাবে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে এক যুবক (২৫) নিহত হয়েছেন। তবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, এক পথচারী আজ ঢাকা কলেজের উল্টোপাশে পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। পরে বিকেল সোড়া ৫টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সোড়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।