জাবিতে গভীর রাতে সব হল থেকে নেমে শিক্ষার্থীদের প্রতিরোধ, কেটে পড়লো ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে আবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ক্যাম্পাসক্যাম্পাসের বাইরে থেকে ট্রাকে করে লোক এনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার দিবাগত রাত ১২টার পর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। শিক্ষার্থীরা এ সময় উপাচার্যের বাসার ভেতরে আশ্রয় নিয়েছিলেন। গেট খুলে গিয়ে এ হামলা হয়। এ সময় ফেসবুক লাইভে সাহায্যের আবেদন জানালে সব হল থেকে শিক্ষার্থীরা গিয়ে ছাত্রলীগের হামলা প্রতিরোধ করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করছিল।
ঘটনাস্থল থেকে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আমাদের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল। এর প্রতিবাদে ও বিচার দাবিতে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলাম। রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও লাঠি হাতে আমাদের ওপর হামলা চালায়।
এক শিক্ষার্থীর লাইভে হামলা ও পরে ভাঙচুরের ভিডিও দেখা যায়।