ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় হল প্রভোস্টদের নিয়ে জরুরি সভা করেছে প্রশাসন। ওই সভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সভায় নেওয়া পাঁচ সিদ্ধান্ত হলো-
১ শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন;
২ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন;
৩ হলগুলোতে কোনও বহিরাগত অবস্থান করতে পারবেন না;
৪ যেকোনও ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হ;
৫ সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে, কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।