ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলো ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:০৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে বিজয় একাত্তর এবং মাস্টারদা সূর্যসেন হলের ভেতরে অবস্থান নিয়েছে। তারা আত্মরক্ষার্থে হলের গেটে তালা লাগিয়ে দিয়েছেন।
এর আগে আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের। ছাত্রলীগের হামলায় কোটা আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল।