ঢাবিতে হেলমেট পরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল।