রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম
রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘তুমি নও, আমিও নই, রাজাকার রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না—স্লোগান দিতে দেখা গেছে। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান ওই বিক্ষোভ থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই আঘাত আসুক তারা রাজপথ ছাড়বেন না বলে জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর ‘রাজাকার’ সংক্রান্ত বক্তব্য শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। তারা নির্বাহী বিভাগের প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেন না। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত।