বাড্ডায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ করতে শুরু করেন।
এতে নতুনবাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
ওই স্থানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়পছে। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।