চীনবিরোধী কলম্বো নিরাপত্তা জোটে সদস্য হলো বাংলাদেশ
ভারত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে গড়ে তোলা আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বাংলাদেশ। বুধবার বাংলাদেশকে পঞ্চম সদস্যরাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মরিশাসে আয়োজিত চতুর্থ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যায়ের বৈঠকে এ ঘোষণা আসে।
জোটের অন্য সদস্যরাষ্ট্র ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ সাদরে গ্রহণ করেছে বাংলাদেশকে।
ভারত মহাসাগরে চীনের প্রভাব ও উপস্থিতি বাড়তে থাকার প্রেক্ষাপটে ২০২০ সালে ভারতের নেতৃত্বে প্রতিষ্ঠা করা হয় কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এতে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ সামুদ্রিক সহযোগিতার বিষয়ে তাদের ত্রিপক্ষীয় সহযোগিতা পরিধি প্রসারিত করতে সম্মত হয়। পরে ২০২২ সালের মার্চ মাসে মালেতে এক বৈঠকে কনক্লেভে যোগ দেয় মরিশাস।
বুধবার ভার্চুয়াল বৈঠকে সদস্যরাষ্ট্রগুলি ২০২৩-২৪ বছরের জন্য সিএসসির রোডম্যাপে বর্ণিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। ভারতের পক্ষে অংশ নেন দেশটির উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং।
মালদ্বীপ, শ্রীলঙ্কা ও মরিশাসের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
সূত্র : ডিডি নিউজ